ভার্চুয়াল আপিলে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

২৬ সেপ্টেম্বর, ২০২০ ২০:২০  
কোভিডে নিজ নিজ চেম্বার বা বাসায় অবস্থান করে খুব সহজে ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের শুনানিতে স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আইনজীবীরা।  তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে অর্ধশত কার্য দিবসে দুইটি বেঞ্চে তারা নিষ্পত্তি করেছেন  ৪ হাজার ৭৩টি মামলা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি বছরের ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে একটি বেঞ্চ ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর থেকে আপিল বিভাগের আরেকটি বেঞ্চও বিচার কাজ শুরু করেন। সুপ্রিমকোর্টের এই বিশেষ কর্মকর্তা বলেন, গত ৩১ ডিসেম্বের ২০১৯ পর্যন্ত সুপ্রিমকোর্টে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ২৩ হাজার ৬১৭টি। পরবর্তীতে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা নির্ভুল এবং কার্যকর গণনায় গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬০টি।